HSC পাশে দিশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ | Disa Ngo Job Circular 2025

HSC পাশে দিশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ | Disa Ngo Job Circular 2025। প্রতিষ্ঠানটি বর্তমানে  দারুণ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সারা দেশের প্রার্থীগণ বিনা অভিজ্ঞতায় শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। যারা এনজিও চাকরি করতে আগ্রহী তাদের জন্য দিশা এনজিও নিয়োগ ২০২৫ এর এই নিয়োগ বিজ্ঞপ্তি খুবই গুরুত্বপূর্ণ। এই পোষ্টে নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।

Disa Ngo Job Circular 2025

দিশা এনজিও নিয়োগ ২০২৫ এর মোট শূণ্য পদঃ

দিশা এনজিও সম্প্রতি প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে ৪টি ক্যাটাগরিতে ৩০০ পদে জনবল নিয়োগ দেবে। Disa NGO চাকরি ২০২৫ এর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে শুধুমাত্র HSC পাশে সারা দেশের নারী-পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে স্নাতক ও স্নাতকোত্তর পাশ প্রার্থীদের জন্যও রয়েছে আলাদা পদে আবেদনের সুযোগ।

দিশা এনজিও নতুন নিয়োগ এর গুরুত্বপূর্ণ তারিখ ও সময়ঃ

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ১৫ জুন ২০২৫ ইং
আবেদন শুরুর তারিখ: ১৫ জুন ২০২৫ ইং
আবেদন করার শেষ সময়: ১০ জুলাই ২০২৫ ইং

 

এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

দিশা এনজিও সম্প্রতি প্রকাশিত একটি নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশের যোগ্য নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্দিষ্ট শর্তসাপেক্ষে .৪টি ক্যাটাগরিতে ৩০০ পদে জনবল নিয়োগ দেবে। Disa NGO চাকরি ২০২৫ এর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে শুধুমাত্র HSC পাশে সারা দেশের নারী-পুরুষ প্রার্থীরা বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন। তবে স্নাতক ও স্নাতকোত্তর পাশ প্রার্থীদের জন্যও রয়েছে আলাদা পদে আবেদনের সুযোগ।

Disa NGO Job Circular 2025 এর জন্য আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে, যা এই নিয়োগ প্রক্রিয়ার প্রথম ও প্রধান শর্ত।

২০২৫ সালের এই নিয়োগে ১৮-৩৫ বছরের নারী ও পুরুষ প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। এখানে বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন তবে প্রার্থীদেরকে সর্বনিম্ন HSC পাশ হতে হবে।

Disa Ngo New Job এর বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা সমূহ

ক্রেডিট অফিসার (গ্রেড-০৩): প্রার্থীদের প্রথমে ১ মাসের প্রশিক্ষণকাল থাকবে, এ সময়ে বেতন হবে ১৬,০০০ টাকা। এরপর ৬ মাসের শিক্ষানবীশকাল চলাকালে মাসিক বেতন নির্ধারিত হবে ১৮,৫০০ টাকা। সফলভাবে এই ধাপ সম্পন্ন করে স্থায়ী নিয়োগ পাওয়া গেলে মাসিক বেতন হবে ২৩,০৬০ টাকা।

ক্রেডিট অফিসার (গ্রেড-০২): প্রার্থীদের প্রথমে ১ মাসের প্রশিক্ষণকাল থাকবে, এ সময়ে বেতন হবে ১৭,০০০ টাকা। এরপর ৬ মাসের শিক্ষানবীশকাল চলাকালে মাসিক বেতন নির্ধারিত হবে ১৯,৫০০ টাকা। সফলভাবে এই ধাপ সম্পন্ন করে স্থায়ী নিয়োগ পাওয়া গেলে মাসিক বেতন হবে ২৪,১৪০ টাকা।

ক্রেডিট অফিসার (গ্রেড-০১): প্রার্থীদের প্রথমে ১ মাসের প্রশিক্ষণকাল থাকবে, এ সময়ে বেতন হবে ১৮,০০০ টাকা। এরপর ৬ মাসের শিক্ষানবীশকাল চলাকালে মাসিক বেতন নির্ধারিত হবে ২০,৫০০ টাকা। সফলভাবে এই ধাপ সম্পন্ন করে স্থায়ী নিয়োগ পাওয়া গেলে মাসিক বেতন হবে ২৫,৪০০ টাকা।

সিনিয়র ক্রেডিট অফিসার: প্রার্থীদের প্রথমে ১ মাসের প্রশিক্ষণকাল থাকবে, এ সময়ে বেতন হবে ১৯,০০০ টাকা। এরপর ৬ মাসের শিক্ষানবীশকাল চলাকালে মাসিক বেতন নির্ধারিত হবে ২১,৫০০ টাকা। সফলভাবে এই ধাপ সম্পন্ন করে স্থায়ী নিয়োগ পাওয়া গেলে মাসিক বেতন হবে ২৬,২২০ টাকা।

সংস্থায় কর্মীদের জন্য রয়েছে বিভিন্ন সুবিধা—এর মধ্যে রয়েছে প্রভিডেন্ট ফান্ড (PF) ও PF এর বিপরীতে ঋণ গ্রহণের সুযোগ। স্থায়ীকরণের পর পাঁচ বছর পূর্ণ হলে পাওয়া যাবে গ্রাচ্যুইটি সুবিধা। এছাড়াও রয়েছে বছরে ২০ দিনের স্ববেতনে অর্জিত ছুটি, চিকিৎসা সহায়তা, বীমা সুবিধা, ২টি উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, লং সার্ভিস বেনিফিট, বিবাহভাতা, মোবাইল বিল এবং বাইসাইকেল বা মোটরসাইকেল মেরামতের খরচ।

নারী কর্মীদের জন্য সংস্থায় রয়েছে বিশেষ যাতায়াত ভাতা এবং ছয় মাসের স্ববেতনে মাতৃত্বকালীন ছুটি। পিতৃকেও দেওয়া হয় সাত দিনের স্ববেতনে ছুটি। এছাড়া বছরে ১২ দিন নৈমিত্তিক ছুটি ও ১৫ দিন মেডিকেল ছুটি স্ববেতনে উপভোগ করা যায়। কর্মস্থল বদলির ক্ষেত্রে পরিবারসহ বাসস্থান স্থানান্তরের খরচ বহন করে সংস্থা, এবং স্বল্পমূল্যে আবাসন সুবিধাও প্রদান করা হয়। কাজের মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন ধরনের প্রণোদনা ও পদোন্নতির সুযোগও রয়েছে।

 

এনজিও চাকরির সার্কুলার এর আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীদেরকে আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি, জাতীয় পরিচয়পত্রের (NID) ফটোকপি, সদ্য তোলা ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং যোগাযোগের জন্য মোবাইল নম্বর সংযুক্ত করে আবেদনপত্র ডাকযোগ বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। আবেদন পাঠানোর ঠিকানা: পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন), দিশা, ই/১০, বর্ধিত পল্লবী, মিরপুর সাড়ে এগারো, ঢাকা-১২১৬। আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ ১০.০৭.২০২৫। খামের উপর স্পষ্টভাবে আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে।

প্রয়োজনীয় শর্তাবলি:
১. নির্বাচিত প্রার্থীদের মাঠ পর্যায়ে দায়িত্ব পালনের সময় বাই-সাইকেল অথবা মোটরসাইকেল ব্যবহার বাধ্যতামূলক।
২. যোগদানের সময় ফেরতযোগ্য জামানত বাবদ ১০,০০০/- (দশ হাজার) টাকা জমা দিতে হবে।
৩. নিয়োগপ্রাপ্ত প্রত্যেক প্রার্থীকেই নির্ধারিত নিশ্চয়তাকারী কর্তৃক নন-জুডিশিয়াল স্ট্যাম্পে নিশ্চয়তা প্রদান করতে হবে।

Disa NGO job circular 2025

পদের নাম
ক্রেডিট অফিসার (গ্রেড-০৩)
নিয়োগকর্তার নাম
Development Initiative for Social Advancement (DISA)
চাকরির ধরন এনজিও
জব ক্যাটাগরি১টি
মোট পদ সংখ্যাঅনির্দিষ্ট
শিক্ষাগত যোগ্যতাHSC পাশ
লিঙ্গনারী ও পুরুষ
অভিজ্ঞতাপ্রয়োজন নেই
বয়সসীমা১৮-৩৫ বছর
বেতন ২৩,০৬০ থেকে ২৬২২০/-
আবেদন শুরু১৫ জুন ২০২৫ ইং
আবেদনের শেষ সময়১০ জুলাই ২০২৫ ইং
অফিশিয়াল ওয়েবসাইটdisabd.org

Disa Ngo Job Circular 2025

প্রকাশনার সূত্রঃ এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে www.disabd.org  এর মাধ্যমে।

আবেদন করার ধরনঃ আবেদনপত্র এবং অন্যান্য কাগজপত্র পাঠাতে হবে।

আবেদন শুরুর তারিখ ও সময়ঃ ১৫ জুন ২০২৫ ইং তারিখ

আবেদন শেষ তারিখ ও সময়ঃ ১০ জুলাই ২০২৫ ইং তারিখ

সার্কুলারের PDF ডাউনলোড করতে এখানে ক্লিক করুনঃ Download Now

 

দিশা এনজিওর এই নিয়োগটি বাংলাদেশের নারী-পুরুষ চাকরি প্রার্থীদের একটি দারুণ সুযোগ করে দিয়েছে। সততা, যোগ্যতা ও পরিশ্রমই এই চাকরিতে সফলতার চাবিকাঠি। তাই আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিন এবং নিয়মিত অফিসিয়াল তথ্য আপডেট পর্যবেক্ষণ করুন। আপনার স্বপ্নের চাকরির পথে সঠিক তথ্য ও সময়মতো পদক্ষেপই আপনাকে সফলতার শিখরে পৌঁছে দেবে।

নতুন চাকরির খবর, সরকারি ও বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: TopJobsBD.com

 

দিশা এনজিও নিয়োগ ২০২৫, HSC পাশের চাকরি ২০২৫, এনজিও চাকরির সার্কুলার, Disa NGO job circular 2025, HSC pass NGO job 

 





No comments:

Powered by Blogger.